December 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 14th, 2025, 7:56 pm

হাদিকে গুলি: মোটরসাইকেল মালিকের ৩ দিনের রিমান্ড

 

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন পল্টন থানায় দায়ের করা জিডির ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মো. আব্দুল হান্নানকে আদালতে হাজির করা হয়। এর আগে পল্টন থানার উপপরিদর্শক সামিম হাসান তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করেন। পরে পৃথক আরেক আবেদনে চারটি কারণ উল্লেখ করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, পলাতক আসামিদের নাম–ঠিকানা শনাক্ত ও অবস্থান নিশ্চিত করা, ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন, তথ্য ও অর্থের যোগসূত্র নির্ধারণ এবং অবৈধ অস্ত্রের উৎস সম্পর্কে জানার জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

র‍্যাব-২ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ল–৫৪–৬৩৭৫ শনাক্ত করা হয়। পরে বিআরটিএর তথ্য যাচাই করে মোটরসাইকেলটির মালিক হিসেবে মো. আব্দুল হান্নানকে চিহ্নিত করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশায় করে যাওয়ার সময় শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়। সে সময় একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এরই মধ্যে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির চালককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এনএনবাংলা/