ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত ব্যক্তিরা সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়েছে—এমন কোনো নির্ভরযোগ্য তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, হামলাকারীরা পালিয়েছে বা বিদেশে অবস্থান করছে—এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি আরও জানান, এই হামলাকে ‘টার্গেট কিলিং’ হিসেবে দেখার মতো কোনো প্রমাণও এখনো মেলেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
হাদির ওপর কেন হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য উদ্ঘাটন করা হবে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
এদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট শনাক্ত করে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে মোহাম্মদপুর এলাকা থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। ডিসি তালেবুর রহমান জানান, নম্বর প্লেটের সূত্র ধরে পল্টন থানা পুলিশ মধ্যরাতে তাকে আটক করে। তবে তিনি হামলার সঙ্গে সরাসরি জড়িত কিনা, তা তদন্ত করে যাচাই করা হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। দুপুর ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই, সময়মতোই ভোট হবে: ইসি সানাউল্লাহ
হাদিকে গুলি: মোটরসাইকেল মালিকের ৩ দিনের রিমান্ড
ওসমান হাদিকে গুলি করে ফয়সাল, মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর: ডিএমপি