রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ১১৪ জনের লাশ উত্তোলনের কাজ আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে শুরু হবে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) লাশগুলো থেকে ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু করবে। ফরেনসিক বিশেষজ্ঞ ডাঃ লুইস ফন্ডেব্রিডার এবং সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই প্রক্রিয়ায় উপস্থিত থাকবেন।
সিআইডি জানিয়েছে, লাশ উত্তোলনের পর ময়নাতদন্ত সম্পন্ন করে ডিএনএ নমুনা সংগ্রহের পরে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে। এই কাজে সহযোগিতা করবে বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ দল।
এর আগে গত ২ ডিসেম্বর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত শহীদদের কবর পরিদর্শন করেন সিআইডির কর্মকর্তারা।
এনএনবাংলা/

আরও পড়ুন
চলে গেলেন বিখ্যাত জ্যাম্বস্ গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রযোজক বাবুল
বদলি–শোকজে কর্মসূচি স্থগিত, আজ পরীক্ষায় ফিরছেন প্রাথমিক শিক্ষকরা
সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক চাই: প্রণয় ভার্মা