December 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 7th, 2025, 1:19 am

১১৪ জুলাই শহীদের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন রোববার

 

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ১১৪ জনের লাশ উত্তোলনের কাজ আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে শুরু হবে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) লাশগুলো থেকে ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু করবে। ফরেনসিক বিশেষজ্ঞ ডাঃ লুইস ফন্ডেব্রিডার এবং সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই প্রক্রিয়ায় উপস্থিত থাকবেন।

সিআইডি জানিয়েছে, লাশ উত্তোলনের পর ময়নাতদন্ত সম্পন্ন করে ডিএনএ নমুনা সংগ্রহের পরে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে। এই কাজে সহযোগিতা করবে বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ দল।

এর আগে গত ২ ডিসেম্বর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত শহীদদের কবর পরিদর্শন করেন সিআইডির কর্মকর্তারা।

এনএনবাংলা/