অনলাইন ডেস্ক :
২০২৩-২৪ মৌসুমের স্প্যানিশ লা লিগার সূচি প্রকাশ করা হয়েছে। লা লিগার নতুন মৌসুম শুরু হবে আগামী ১২ আগস্ট। প্রথম দিনেই মাঠে নামবে দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার প্রতিপক্ষ গেতাফে। অতীতে এই দলটির বিরুদ্ধে বেশ কঠিন সময় পার করেছে বার্সা। গত মৌসুমে প্রথম ম্যাচে ১-০ গোলের কষ্টার্জিত জয়ের পর দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছে জাভি হার্নান্দেজের দল। মাদ্রিদও কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যাতলেটিক ক্লাব।
এদিকে ঘরের মাঠে অ্যাতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ নতুন উঠে আসা গ্রানাডা। প্রথম দিনে আরো রয়েছে সেভিয়া বনাম ভ্যালেন্সিয়া ও ভিয়ারিয়াল বনাম রিয়াল বেটিসের ম্যাচ। আসন্ন মৌসুমে নিয়মিত হোম ভেন্যু ক্যাম্প ন্যুতে আর খেলতে পারছে না বার্সেলোনা। আগামী অন্তত ১৫ মাস স্টেডিয়ামের সংস্কার কাজ চলার কথা রয়েছে। এ সময় বার্সেলোনার হোম ম্যাচগুলো মন্টিজুইকের অলিম্পিক স্টেডিয়ামে আয়োজিত হবে।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে