বৈদ্যুতিক লাইনে ত্রুটির কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকায় মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। বুধবার (৯ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১১ টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (ডিএমডিসিএল) ডেপুটি প্রকল্প পরিচালক নাজমুল আহসান ভুইয়া ইউএনবিকে এ তথ্য জানান।
তিনি জানান, শেওড়াপাড়ায় মেট্রোরেল লাইনের বিদ্যুৎ সাবস্টেশনে বৈদ্যুতিক লাইনে বিকল হয়ে এ সমস্যা হয়েছে। বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দেয়। শেওড়াপাড়ায় মেট্রোরেলের লাইনে বিদ্যুতের সাবস্টেশনে বৈদ্যুতিক লাইন ফেইল করায় এই সমস্যা হয়েছিল।
তবে দুপুর ১২টার পর আবার মেট্রোরেল চলাচল শুরু করেছে বলেও জানান তিনি।
—-ইউএনবি

আরও পড়ুন
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে যা বললেন প্রভা
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’