বৈদ্যুতিক লাইনে ত্রুটির কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকায় মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। বুধবার (৯ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১১ টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (ডিএমডিসিএল) ডেপুটি প্রকল্প পরিচালক নাজমুল আহসান ভুইয়া ইউএনবিকে এ তথ্য জানান।
তিনি জানান, শেওড়াপাড়ায় মেট্রোরেল লাইনের বিদ্যুৎ সাবস্টেশনে বৈদ্যুতিক লাইনে বিকল হয়ে এ সমস্যা হয়েছে। বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দেয়। শেওড়াপাড়ায় মেট্রোরেলের লাইনে বিদ্যুতের সাবস্টেশনে বৈদ্যুতিক লাইন ফেইল করায় এই সমস্যা হয়েছিল।
তবে দুপুর ১২টার পর আবার মেট্রোরেল চলাচল শুরু করেছে বলেও জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২