নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রক্রিয়ায় বিএনপির ভেতরে তীব্র অন্তঃকোন্দল দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, সামনে কঠিন লড়াই, তাই বিভেদ না মিটলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে বিএনপি।
সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজন করা ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, মনোনয়নকে কেন্দ্র করে যে বিরোধ সৃষ্টি হয়েছে তা ব্যক্তিগত পছন্দ–অপছন্দের ব্যাপার নয়। এখানে মুখ্য হলো ধানের শীষ, দল এবং দেশের উন্নয়ন পরিকল্পনা। ঐক্যবদ্ধ না হতে পারলে সামনে সংকট আরও গভীর হবে।
তিনি বলেন, যে প্রার্থী ঘোষণা হয়েছে তিনি হয়তো কারও ব্যক্তিগত পছন্দের নাও হতে পারেন। কিন্তু দলীয় প্রতীক ধানের শীষই মূল বিষয়। প্রার্থী ব্যক্তি হিসেবে মুখ্য নয়, মুখ্য হলো দল ও দেশের স্বার্থ।
এ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, সামনে বড় লড়াই অপেক্ষা করছে। আন্দোলনের সময় জনসাধারণকে যেভাবে উদ্বুদ্ধ করা হয়েছিল, ঠিক সেইভাবেই দেশ গড়ার পরিকল্পনা সম্পর্কেও জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন বাস্তবায়ন সম্ভব নয়।
বক্তব্যে জামায়াতে ইসলামীর দিকেও ইঙ্গিত করে তিনি বলেন, দেশে এখন নতুন ধরনের প্রচারণা দেখা যাচ্ছে— একজন ভালো, বাকিরা খারাপ। তার ভাষায়, এই প্রবণতা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।
তিনি বলেন, গত ১৬ বছর একটি দল একই বক্তব্য প্রচার করেছে। এখনো সেই প্রবণতার পরিবর্তন চোখে পড়ে না। একজন ভালো, বাকিরা খারাপ—এই প্রচার বদল করা জরুরি।
এ সময়ে তিনি দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের কথাও উল্লেখ করেন। তারেক রহমান বলেন, দেশের অর্থনৈতিক কাঠামো আজ ধ্বংসপ্রায়। এই অবস্থা কাটাতে হলে জনগণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এছাড়া বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার, ডা. মাহদী আমিন, আমিনুল হক, আবদুল মোনায়েম মুন্না, এসএম জিলানী, শহিদুল ইসলাম বাবুল, নিপুন রায় চৌধুরী, রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতারা।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন শাহাদাত সেলিম, পেলেন লক্ষ্মীপুর-১ আসনের মনোনয়ন
অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত
আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স