দিনাজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এতে বাসটির বিভিন্ন অংশ পুড়ে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কোতোয়ালি থানার ইনচার্জ ফরিদ হোসেন বলেন, মধ্যরাতে কেন্দ্রীয় টার্মিনালে পার্ক অবস্হায় বাসটির দরজা-জানালা বন্ধ করে বাইরে গিয়েছিলেন হেলপার। কিছু সময়ের মধ্যে বাসটিতে আগুন জলতে দেখতে পান টহল পুলিশের সদস্যরা।
তিনি আরও বলেন, ফারার সার্ভিসের কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা।
ফরিদ হোসেন বলেন, বাসটিতে আগুনের সঠিক কারণ জানতে তদন্ত চালাচ্ছেন তারা। তবে অবরোধ আহ্বানকারী কর্মীরা সুযোগ বুঝে বাসে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার সকালে ঘটনাস্হল পরিদর্শন করেছেন সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম। জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার