July 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 12th, 2023, 8:23 pm

আত্মসমর্পণ করলেন জেরিন খান

অনলাইন ডেস্ক :

আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত বলিউডের অভিনেত্রী জেরিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। সোমবার (১২ ডিসেম্বর) শিয়ালদহের আদালতে দেখা গেল বলিউড ভাইজান সালমান খানের এই নায়িকাকে। নায়িকাকে আদালতে দেখে অবাক সবাই। শর্ত সাপেক্ষে ৩০ হাজার রুপির বন্ডে অর্ন্তর্বতী জামিন মিলেছে এই অভিনেত্রীর। জেরিন খানকে সেদিন দেখা গেছে ছাইরঙা ফুল হাতা গেঞ্জি, কালো প্যান্ট। মুখে আকাশি রঙের মাস্ক। চোখ ঢাকা কালো চশমায়। মাথায় বড় টুপি। প্রথম দেখায় চেনা যাচ্ছিল না জেরিন খানকে।

২০১৮ সালে কালীপূজা উদ্বোধনে জেরিন খানের যাওয়ার কথা ছিল কলকাতায়। ৪২ লাখ টাকার বিনিময়ে অভিনেত্রীর সঙ্গে চুক্তি করেছিল নারকেলডাঙা থানা এলাকার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। ৫ নভেম্বর কালীপূজার উদ্বোধন করার জন্য চুক্তি হলেও তিনি উদ্বোধন করতে যাননি। টাকাও ফেরত দেননি বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ২০১৮ সালের ২৭ নভেম্বর নারকেলডাঙা থানায় জেরিন ও তার সেক্রেটারির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। দুজনের বিরুদ্ধে নারকেলডাঙা থানার পুলিশ শিয়ালদহ আদালতে চার্জশিট দাখিল করে। সেই মামলায় সোমবার আদালতে হাজির হন জেরিন। মামলার শুনানি চলাকালে এজলাসে দাঁড়িয়ে ছিলেন জেরিন খান। অর্ন্তর্বতী জামিন মঞ্জুর হওয়ার পর আদালতকক্ষ ছাড়েন তিনি।