অনলাইন ডেস্ক :
রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে ডিউটিরত অবস্থায় মাথায় গুলি লেগে শুভ মল্ল (২৬) নামে এক র্যাব সদস্য মারা গেছেন। গতকাল সোমবার ঢাকা মেডিকেলে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ অবস্থায় শুভকে র্যাব সদস্যরা ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে মৃত ঘোষণা করেন। র্যাব সদর দপ্তর থেকে একটি সূত্র জানায়, শুভ সদর দপ্তরের পেছনের গেটে ডিউটিরত অবস্থায় ছিল। সেখানে নিজের অস্ত্র দিয়ে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। সূত্রটি আরও জানান, শুভ পুলিশ কনস্টেবল ছিলেন। সেখান থেকে তিনি র্যাবে যোগদান করেন। উত্তরা ডিভিশনের ডিসি মো. সাইফুল ইসলাম জানান, র্যাব সদর দপ্তরে ডিউটিরত অবস্থায় এক সদস্য মারা গেছেন। র্যাব থেকে পুলিশকে জানানো হয়েছে। আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি। আমাদের পুলিশ কর্মকর্তারা বর্তমানে ঢাকা মেডিকেলে অবস্থান করছেন।
আরও পড়ুন
দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহ্বান
হাসিনাকে ভারত ফেরত দেবে না বলে শুনতে পাচ্ছি: মাহফুজ আলম
আমরা চাই, ঘোষণাপত্রে মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে: হাসনাত আবদুল্লাহ