January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 14th, 2024, 8:16 pm

ভারতীয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :

নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার হলো বলিউডের ‘রিভলবার রানি’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী মল্লিকা রাজপুতের ঝুলন্ত লাশ। মঙ্গলবার ভারতের উত্তরপ্রদেশের সুলতানপুরের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার বয়স হয়েছিল ৪০ বছর। অভিনয়ের পাশাপাশি সংগীতাঙ্গনেও অবদান রেখেছেন মল্লিকা। সবার কাছে তিনি বিজয়লক্ষ্মী নামেও পরিচিত ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মল্লিকা আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। ইতোমধ্যেই এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ পারিবারিক বিষয়েও তদন্ত করছে। একই সঙ্গে জানিয়েছে, মল্লিকা মদ্যপ অবস্থায় ছিলেন।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই সঠিকভাবে বলা যাবে কী হয়েছিল বা কীভাবে মৃত্যু হয়েছে এ গায়িকার। মল্লিকার মা জানান, মঙ্গলবার সকালে বারবার ধাক্কা দেওয়ার পরও দরজা খুলছিল না মল্লিকা। এ সময় মল্লিকার ঘরের আলো জ¦ালানো ছিল। পরে তিনি জানালা দিয়ে দেখতে পান, তার মেয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। মুম্বাইতে থাকতেন মল্লিকা। পাঁচ বছর আগে প্রদীপ শিন্দে নামে এক তরুণকে বিয়ে করে সংসারি হয়েছিলেন তিনি। তবে প্রায় সময় তাদের মধ্যে কলহ লেগে থাকত। দাম্পত্য কলহকে বিবেচনায় রেখেই তদন্তে নেমেছে পুলিশ। ‘রিভলবার রানি’ সিনেমায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউতের সহ-অভিনেত্রী ছিলেন মল্লিকা রাজপুত। পাশাপাশি সুরেলা কণ্ঠ দিয়েও মানুষের মন জয় করে নিয়েছিলেন। এ ছাড়া তিনি একসময় রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।- টাইমস অব ইন্ডিয়া