অনলাইন ডেস্ক :
আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে একসেঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির দুটির সরকারি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে এ তথ্য। চলতি সপ্তাহে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের আগে টেলিফোনে আফগান ইস্যুতে কথা বললেন দুই দেশের প্রধানরা। বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার কথা বলেছেন তারা। রাশিয়ার তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশই। আফগানিস্তানের যে কোনো জরুরি ইস্যুতে পরামর্শ ও সহযোগিতামূলকভাবে কাজ করতে চায় তারা, এমনটাই জানানো হয়েছে পাকিস্তানের সরকারের পক্ষ থেকে। বিবৃতিতে ইমরান খান, আফগানিস্তানকে সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩