January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 8th, 2024, 7:54 pm

সিলেটে বাস-ট্রাকের সংঘর্ষে শিশু নিহত, আহত ১০

সিলেট–তামাবিল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পরশ নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে সিলেট–তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরশ (৬) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্র জানায়, পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। আহত হন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন শিশু নিহত হয়েছে এবং ১০ জন আহত হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম করছে তামাবিল হাইওয়ে পুলিশ।

—-ইউএনবি