সিলেট–তামাবিল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পরশ নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে সিলেট–তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পরশ (৬) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্র জানায়, পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। আহত হন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন শিশু নিহত হয়েছে এবং ১০ জন আহত হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম করছে তামাবিল হাইওয়ে পুলিশ।
—-ইউএনবি
আরও পড়ুন
মুরাদনগরে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে বিএনপি নেতা কায়কোবাদ
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়: গোলাম পরওয়ার