পাবনার আটঘরিয়ায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন মেয়ে আমেনা খাতুন। আর মেয়ের এই মৃত্যুর সংবাদ শুনে তার মা ইসমত আরাও মারা গেলেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বরে ঘটনাটি ঘটে।
পাটেশ্বর গ্রামের আলেম মোল্লা আমেনার বাবা।
স্থানীয়রা জানায়, আমেনা পাবনা জেনারেল হাসপাতালে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আমেনার।
ওই খবর শোনার পর তার মা ইসমত আরা স্ট্রোক করলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় তারও মৃত্যু হয়।
দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঈম্মীন হোসাইন চঞ্চল জানান, আমরা যতটুকু পারি পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করব।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম বলেন, বিষয়টি আমরা জানতে পেরে লাশ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দিয়েছি।
—–ইউএনবি
আরও পড়ুন
আওয়ামীলীগের ঝটিকা মিছিল করায় প্রশাসনের নিরব ভূমিকার প্রতিবাদ করেছে নাগরিক পার্টি-এনসিপি
জয়পুরহাট পৌরসভার লিজকৃত দোকান সমূহের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ঈশ্বরগঞ্জে ঘর হারানোর শঙ্কায় প্রতিবন্ধী নজরুল