ষ্টাফ রির্পোটার :
ঈদে ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চালুর দাবি জানিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকেরা। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ক্ষতি পোষাতে এই খাতের জন্য সরকারের কাছে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা দাবি করেছেন তারা।
শুক্রবার মহাখালী বাস টার্মিনালে অবস্থান কর্মসূচি পালন করে এসব দাবি জানান পরিবহন মালিক-শ্রমিকেরা।
কর্মসূচিতে পরিবহন খাত নিয়ে ভাবার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান।
পরিবহন মালিক-শ্রমিক নেতারা বলেন, তারা লকডাউনের বিরোধিতা করছেন না তবে, শ্রমিকেরা কীভাবে চলবেন, কী ধরনের সহায়তা পাবেন, এ ব্যাপারে সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা চান। পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকা কেজিতে চাল দেয়ারও দাবি জানান তারা।
আরও পড়ুন
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনাসদস্যদের দ্রুত গ্রেপ্তার চান নাহিদ
শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তির চেষ্টা করছে সরকার
সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি