January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 19th, 2024, 8:19 pm

বুধবার থেকে স্বর্ণের ভরিতে কমবে ১৭৫০ টাকা

আগামীকাল বুধবার থেকে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৪৯ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার(১৯ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য মনিটরিং স্ট্যান্ডিং কমিটির সভাপতি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস জানিয়েছে, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ দশমিক ৫ শতাংশ কমিয়ে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা করা হবে, যা ছিল দেশে সর্বোচ্চ।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেট ৯০ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির পরিমাপে স্বর্ণ ৭৫ হাজার ৮১৬ টাকা।

গত ২৪ আগস্ট দাম বাড়ার পর দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১ হাজার ২৪৪ টাকায় পৌঁছায়।

তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম স্থিতিশীল রয়েছে।

মান অনুযায়ী, বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির পরিমাপে রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

বৈদেশিক মুদ্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে গত কয়েক বছরে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি এবং অভ্যন্তরীণ বাজারে এর সরবরাহে অস্থিরতার প্রভাব ছিল।

বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ আমদানি না করলেও এর দাম আন্তর্জাতিক প্রবণতার সঙ্গে প্রায় সম্পৃক্ত।

বাংলাদেশে স্বর্ণের বার্ষিক চাহিদা ২০ থেকে ৪০ টন।

—–ইউএনবি