January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 21st, 2024, 8:29 pm

চূড়ায় নাহিদা, ফাহিমার রেকর্ড

অনলাইন ডেস্ক :

নাহিদা আক্তারের হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি ক্রিজ ছেড়ে খেলার চেষ্টায় টার্নে পরাস্ত অ্যাশলি গার্ডনার। দ্বিতীয়বারের চেষ্টায় বল গ্লাভসে নিয়ে স্টাম্প ভাঙলেন নিগার সুলতানা। এই উইকেট নিয়েই বড় অর্জনে নাম তুললেন নাহিদা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ২৭ রানে ২ উইকেট নিয়ে সালমা খাতুনকে টপকে গেলেন নাহিদা। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট এখন ২৪ বছর বয়সী বাঁহাতি স্পিনারের। ৪১ ম্যাচের ৩৯ ইনিংসে নাহিদার ঝুলিতে এখন ৫৩ উইকেট।

৪৪ ইনিংসে ৫১ উইকেট নিয়ে এত দিন শীর্ষে ছিলেন ২০২২ সালে সবশেষ ওয়ানডে খেলা সালমা। টি-টোয়েন্টিতে ৮৬ উইকেট নিয়ে আগেই বাংলাদেশের সবার ওপরে ছিলেন নাহিদা। ওই তালিকায়ও গত বছর তিনি পেছনে ফেলেছিলেন সালমাকে (৮৪)। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সালমার চেয়ে ১ উইকেট পিছিয়ে থেকে খেলতে নামেন নাহিদা।

১৯তম ওভারে তাহলিয়া ম্যাকগ্রাকে এলবিডব্লিউ করে সাবেক অধিনায়কের পাশে বসেন জাতীয় দলের বর্তমান সহ-অধিনায়ক। ৩০ ম্যাচের ক্যারিয়ারে তৃতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৭৬ বলে ৫ চারে ৫৮ রান করেন অপরাজিত থাকেন সাদারল্যান্ড। ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ২ চার ও ৫ ছক্কায় ৩১ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন কিং। অস্ট্রেলিয়ার হয়ে এটিই ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। সাদারল্যান্ড-কিংয়ের শেষের ঝড়ের আগে ৩৮ বলে ৩২ রান করেন গার্ডনার। এছাড়া বেথ মুনি ২৫ ও অ্যালিসা হিলি খেলেন ২৪ রানের ইনিংস। সব মিলিয়ে বড় লক্ষ্যই দাঁড়ায় বাংলাদেশের সামনে।