January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 31st, 2024, 8:04 pm

শিরোনামহীনের দুই গানে মডেল শুভ

অনলাইন ডেস্ক :

দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের অষ্টম অ্যালবামের দুটি গানে মডেল হয়েছেন অভিনেতা সিফাত আমিন শুভ। শিরোনামহীনের ‘বাতিঘর’ অ্যালবামে দশটি গান রয়েছে। এর মধ্যে ‘জানে না কেউ’ ও ‘প্রিয়তমা’ গানে মডেল হয়েছেন সিফাত আমিন শুভ। ভারতের তুষারাবৃত পর্বত প্রদেশ হিমাচলে দৃশ্যধারণের কাজ হয়েছে। অভিনেতা সিফাত আমিন শুভ বলেন— ‘আমি ছোটবেলা থেকেই শিরোনামহীনের ভক্ত। বিশেষ করে জিয়াউর রহমান ভাইয়ের। তার গান শুনেই বড় হয়েছি। দেশের জনপ্রিয় এই ব্যান্ডের দুটি গানের মডেল হতে পারা, আমার জন্য দারুণ একটি বিষয়।’ হিমাচলে টানা ১২ দিন শুটিং করে শিরোনামহীন।

সেই অভিজ্ঞতা জানিয়ে সিফাত আমিন শুভ বলেন, ‘হিমাচলে প্রচ- ঠান্ডার মাঝেও আমাদের টিম সেখানে ১২ দিন শুটিং করেছে। বিষয়টি বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু জিয়া ভাই সবসময় সাপোর্ট করে আমাদের কাজগুলো সহজ করে দিয়েছেন। অসাধারণ কিছু লোকেশনে এই গানের দৃশ্যধারণ করা হয়েছে। আশা করছি, শিরোনামহীনের ভক্তরা দারুণ কিছু পেতে চলেছেন।’

সিফাত আমিন শুভর প্রশংসা করে শিরোনামহীন ব্যান্ডের দলপ্রধান জিয়াউর রহমান বলেন, ‘হিমাচলের মতো এক প্রদেশে নানা চ্যালেঞ্জ প্রতিকূলতার মাঝেও আমাদের টিম গান দুটির শুটিং শেষ করেছে। এই গানে বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্য ছিল, যেগুলোর জন্য সিফাত আমিন শুভ ঝুঁকি নিয়ে কাজ করেছে। আমি আমার পুরো টিমের জন্যই গর্বিত। বাকিটা গান প্রকাশ পেলে ভক্তরাই বিচার করবেন।’ ‘জানে না কেউ’ গানের স্পন্সার সিনার্জি সল্যুশনস। আগামী ঈদুল ফিতরের পর গান দুটি মুক্তি পাবে।