ভারত থেকে আমদানি করা ৫০ হাজার টন পেঁয়াজের প্রথম চালান সিরাজগঞ্জে এসে পৌঁছেছে।
সোমবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে আমদানি করা ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে এসে পৌঁছায়।
চুয়াডাঙ্গার দর্শনা হয়ে সিরাজগঞ্জে পৌঁছানোর পর সকাল ৯টা থেকে ৪২টি ওয়াগনের পেঁয়াজ খালাস শুরু করা হয়।
টিসিবির অতিরিক্ত পরিচালক গোলাম খোর্শেদ জানান, দেশে পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভারত সরকারের সঙ্গে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির চুক্তি করে।
আমদানি করা এসব পেঁয়াজ ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামের নির্দিষ্ট জায়গায় ৪০ টাকা কেজি দরে ভোক্তাদের কাছে বিক্রি করবে টিসিবি।
সেই চুক্তি মোতাবেক প্রথম চালানে সিরাজগঞ্জে পৌঁছানো ১ হাজার ৬৫০ টন পেঁয়াজের ১ হাজার টন পেঁয়াজ ঢাকা জেলার ১০০ জন ডিলারের কাছে হস্তান্তর করা হচ্ছে। বাকি ৬৫০ টন পেঁয়াজ গাজীপুর ও চট্টগ্রামে পর্যায়ক্রমে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
—–ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার