এপি, ইসলামাবাদ :
আফগানিস্তানের পূর্বাঞ্চলে কয়েকটি শিশু খেলার সময় পুরনো ল্যান্ড মাইন খুঁজে পায় এবং সেটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় ৯টি শিশু মারা গেছে।
সোমবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গজনিতে তালেবানের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক হামিদুল্লাহ নিসার বলেন, গজনি প্রদেশের গেরো জেলায় নিজেদের গ্রামের কাছে শিশুরা যে মাইন খুঁজে পেয়েছিল তা কয়েক দশক আগের।
তিনি বলেন, রবিবারের ওই বিস্ফোরণে ৫ থেকে ১০ বছর বয়সী ৫টি ছেলে ও ৪টি মেয়ে নিহত হয়েছে।
আফগানিস্তান কয়েক দশক ধরে যুদ্ধের শিকার হয়েছে এবং যেসব শিশু তাদের পরিবারকে সহায়তা করার জন্য ফেলনা ধাতু সংগ্রহ করে তারা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। তাদের অনেকেই নিহত বা পঙ্গু হয়ে থাকে।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন