January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 5th, 2024, 7:59 pm

চাল বিতরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত

হবিগঞ্জের নবীগঞ্জে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ১১টার দিকে উপজেলায় কালিয়ারভাংগা ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গরিব অসহায়দের মাঝে চাল বিতরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অর্ধশত লোকজন আহত হয়।

পরে নবীগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহতদের নবীগঞ্জ ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আল আমিন নামে একজনকে সিলেটে পাঠানো হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

—-ইউএনবি