মেহেরপুর-মহাজনপুর সড়কে ২টি ট্রলির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ও ৫ জন শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় মুজিবনগর উপজেলার কোমরপুর পুলিশ ক্যাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক বোঝাই ট্রলির চালক লিটন আলী (৩৮) মুজিবনগর উপজেলার বাবরপাড়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে।
আহত হয়েছেন মুজিবনগর উপজেলার বাবুরপাড়া গ্রামের নির্মাণ শ্রমিক বহনকারী পাওয়ার ট্রলির সুমন (২০), ইদ্রিস (৪৫), দেলোয়ার (২৬), নজরুল (৬৫) ও আহসান (২০)। স্থানীয়রা তাদেরকে উদ্ধার মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দত্ত জানান, শ্রমিক বোঝাই পাওয়ার ট্রলিটি কাজ শেষ করে মেহেরপুর-মহাজনপুর সড়ক দিয়ে বাবুরপাড়ায় ফিরছিলেন।
ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই অপর একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পাওয়ার ট্রলির চালক লিটন আলীর মৃত্যু হয়।
ওসি বলেন, নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
—–ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২