লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় জুলেখা বেগম ও আব্দুল কাইয়ুম নামে শ্যালিকা ও দুলাভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।
শনিবার সন্ধ্যায় ও রবিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।
নিহত জুলেখা বেগম হাতিবান্ধার গড্ডিমারী গ্রামের হানিফ আলীর স্ত্রী এবং আব্দুল কাইয়ুম পাটগ্রাম উপজেলার ধুবনী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, পাটগ্রাম উপজেলার দিঘীরহাট এলাকায় যাত্রীবাহী একটি ভ্যানকে বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই ট্রাক ধাক্কা দিলে এতে ভ্যানের চালকসহ গুরুতর আহত হন ৫ জন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন আব্দুল কাইয়ুম ও জুলেখা বেগমের যথাক্রমে শনিবার সন্ধ্যা ও রবিবার সকালে মৃত্যু হয়।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
—–ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন