বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে রবিবার সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আইএসপিআর উল্লেখ করেছে- অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
—–ইউএনবি
আরও পড়ুন
‘জুলাই সনদ’ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা, সন্ধ্যায় জরুরি বৈঠক
চাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
পায়ের নূপুর দেখে মেয়ের লাশ শনাক্ত করলেন পরিবার