January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 29th, 2024, 7:54 pm

বৃহস্পতিবার পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

প্রচণ্ড গরমের কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে যেসব প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে, সেগুলো এর আওতার বাইরে।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এয়ার কন্ডিশনার, বিশ্ববিদ্যালয়, ‘ও’ লেভেলের পরীক্ষা এবং পাবলিক পরীক্ষা রয়েছে সেসব প্রতিষ্ঠান এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।

সারাদেশে তাপ সতর্কতার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষক-শিক্ষার্থীসহ মানুষের মৃত্যু ও অসুস্থ হওয়ার খবরের বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনির উদ্দিন।

ঈদুল ফিতরের ছুটি ও তাপপ্রবাহের কারণে তা বর্ধিত করার পর রবিবার থেকে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ক্লাস শুরু হয়।

ঈদের ছুটি শেষে ২১ এপ্রিল স্কুল-কলেজ খোলার কথা থাকলেও প্রচণ্ড গরমের কারণে বন্ধের মেয়াদ ২৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

—-ইউএনবি