January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 29th, 2024, 9:24 pm

চট্টগ্রামে সিএনজি অটোরিকশার চাপায় কলেজছাত্রী নিহত

চট্টগ্রামের কালুরঘাট বেইলি ব্রিজে সিএনজি অটোরিকশার চাপায় ফাতেমা তুজ জোহরা নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১টার দিকে ফেরিতে উঠার সময় এই ঘটনা ঘটে।

ফাতেমা তুজ জোহরা (১৮) জেলার বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফার বাড়ির মো. হাসানের মেয়ে। নগরীর চান্দগাঁও থানাধীন হাজেরা তজু মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালুরঘাট সেতুসংলগ্ন কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরি থেকে পাড়ে উঠার সময় বেইলি ব্রিজে একটি সিএনজিচালিত টেম্পু (অটোরিকশা) নিয়ন্ত্রণ হারায়। এসময় টেম্পুটি দ্রুত পেছনের দিকে নেমে আসে। ঠিক তখনই ফেরিতে উঠার জন্য কলেজ শিক্ষার্থীর বেইলি ব্রিজ পার হচ্ছিলেন। টেম্পুটি বেইলি ব্রিজের রেলিংয়ের সঙ্গে ওই শিক্ষার্থীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আহসাব বলেন, পুলিশ তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

—–ইউএনবি