December 31, 2025
Friday, May 3rd, 2024, 7:26 pm

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১২ মে

ফাইল ছবি

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১২ মে প্রকাশ করা হবে।

এদিন সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হবে বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

এ বছর সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১৫ ফেব্রুয়ারি। ১২ মার্চ লিখিত পরীক্ষা এবং ২০ মার্চ ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।

পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ শিক্ষার্থী।

—–ইউএনবি