নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুরে ভেঙে যাওয়া রেললাইন মেরামতের পর স্বাভাবিক হয়েছে রাজশাহী রুটের ট্রেন চলাচল।
মেরামতের দায়িত্বে নিয়োজিত রেলওয়ে কর্মী শহিদুল ইসলাম বলেন, আজ বুধবার দুপুর ১টার পর ভেঙে যাওয়া লাইনটি অপসারণ করে সেখানে নতুন আরেকটি রেললাইন বসানো হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে স্বাভাবিক গতিতে শুরু করা হয় ট্রেন চলাচল।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেন ঢালারচর এক্সপ্রেস নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুরের মালিগাছা এলাকা অতিক্রম করে স্টেশনে প্রবেশের পর এক পাশের লাইনের প্রায় ৪ ইঞ্চি পরিমাণ ভেঙে যায়।
এ কারণে বিশেষ ব্যবস্থায় ১০ কিলোমিটার গতিতে পারাপার করা হচ্ছিল রাজশাহী রুটের সব ট্রেন।
—–ইউএনবি
আরও পড়ুন
অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট শুরু: শেখ বশিরউদ্দীন
ন্যায্য অধিকার দাবীতে বাঘাবাড়ি মিল্কভিটা সমবায় সমিতির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
পাইকগাছার ৪০ টি প্রাতিষ্ঠানিক পুকুর জলাশয়ে মাছের পোনা অবমুক্ত