অনলাইন ডেস্ক :
বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজেন্ডার ডে ক্রো পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। গত রোববার সন্ধ্যায় তিনি এ ঘোষণা দেন। গত রোববার বেলজিয়ামে জাতীয় নির্বাচন ও আঞ্চলিক নির্বাচনের পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের (ইউ) নির্বাচনও হয়েছে। বেলজিয়ামের জাতীয় সংসদ ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে আলেকজেন্ডারের দল ওপেন ভিএলডি একটি বড় ধরনের নির্বাচনী ধাক্কা খেয়েছে। দলটি কাক্সিক্ষত ফলাফল অর্জন করতে পারেনি। তাই তিনি ১০ জুন পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।
গত রোববার এক সংক্ষিপ্ত বক্তব্যে সমর্থকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমাদের জন্য এটা একটি কঠিন সন্ধ্যা। আমরা হেরে গিয়েছি। এটা হওয়ার কথা ছিল না। আমি এ ফলাফল আশা করিনি। তাই এ ফলাফলের দায় আমি নিচ্ছি। আগামীকাল আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব।’ ৪৮ বছর বয়সী এ নেতা ব্রাসেলসে ঘোষণাটি দেওয়ার সময় তার চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। ডে ক্রো তার বক্তব্যে নির্বাচনে জয়ীদের অভিনন্দন জানিয়েছেন। সূত্র : সিনহুয়া, হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
গাজা যুদ্ধে ইসরাইলি সেনা নিহত বেড়ে ৮০০
নামছে সেনা, ফিরছে ২২৫ বছর পুরনো ‘ভিনগ্রহী আইন’
আমেরিকার অস্ত্রে হামলা, চটে লাল পুতিন