January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 26th, 2024, 12:49 pm

বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি রাতেই গ্রেপ্তার

বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে গভীর রাতে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদিকে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু (৯৯৮), নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন (৫১০৫), বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া (৩৬৮৫) এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ (৪২৫২)।

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তি।

বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে খবর আসে বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়ে গেছেন। পরে ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের আধ কিলোমিটার দূরে চেলোপাড়া ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

—–ইউএনবি