January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 26th, 2024, 8:13 pm

জনগণ থেকে বিচ্ছিন্ন হলে আমি মারা যাব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের বলেছেন, তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হলে মারা যাবেন। কারণ, জনগণই তার শক্তি।

তিনি বলেন, ‘জনগণ থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি-বোমা লাগবে না, এমনিতেই শেষ হয়ে যাব। কাজেই এরাই (জনগণ) আমার প্রাণশক্তি।’

বুধবার (২৬ জুন) এসএসএফ’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) শাপলা হলে আয়োজিত দরবারে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘আমি জনগণের জন্য রাজনীতি করি, তাদের নিয়ে কাজ করি। আমার আর কোনো শক্তি নেই। শক্তি একমাত্র জনগণ। সেই জনগণের শক্তি নিয়েই আমি চলি।’

তিনি আরও বলেন, ‘কাজেই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যাই, আমি জানি এটা কঠিন দায়িত্ব।’

প্রধানমন্ত্রী বলেন, তিনি যখন ক্ষমতায় ছিলেন না, তার দলের নেতা-কর্মী, সাধারণ মানুষ ও দেশের মানুষ তার পাশে ছিল। যা আপনাদের মাথায় রাখতে হবে।

১৯৮৬ সালের ১৫ ই জুন, রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী (পিএসএফ) গঠিত হয়েছিল, দেশে সংসদীয় সরকার ব্যবস্থা পুনরুদ্ধারের পর ১৯৯১ সালে এর নামকরণ করা হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

—–ইউএনবি