বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, পুরাতন সুরমা ও সারিগোয়াইন নদীর পানি আরও বাড়তে পারে। সেই সঙ্গে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি স্থিতিশীল রয়েছে। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তা বাড়তে পারে বলে জানানো হয়েছে।
গঙ্গা নদীর পানি বাড়ছে। পদ্মার পানি স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত এই অবস্থা একইরকম থাকতে পারে।
মনু, খোয়াই ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোতে পানি বাড়ছে।
সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর আশপাশের এলাকায় উজানে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে এ অঞ্চলের নদ-নদীর পানি সমতল বাড়তে পারে।
—–ইউএনবি
আরও পড়ুন
বিএনপির রাজনীতি জনকল্যাণে নিবেদিত- প্রিন্স
রংপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ৭৩টি বাইসাইকেল বিতরণ
রংপুরে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান