সিনহুয়া, হ্যানয় :
২০২৩ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৪ জুন পর্যন্ত ছয় মাসে ভিয়েতনামে ১২ হাজার ৩২১টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ২৫৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির ট্রাফিক নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি।
সোমবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
একই সময়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ৯ হাজার ৫৯৯ জন।
বছরভিত্তিক হিসাবে দেখা গেছে, দুর্ঘটনা ও আহতের সংখ্যা যথাক্রমে ১৭ দশমিক ৫৮ শতাংশ এবং ৩৯ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।
গত বছরের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ১১ দশমিক ৭৮ শতাংশ।
এসব দুর্ঘটনার মধ্যে ১২ হাজার ২২৫টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ১৯১ জন নিহত ও ৯ হাজার ৫৮৪ জন আহত হয়েছে।
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০
পুরুষের ১৭, নারীর ২২ মিনিট আয়ু কেড়ে নেয় প্রতিটি সিগারেট