Tuesday, July 2nd, 2024, 8:07 pm

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু, আহত ৮

সিনহুয়া, সিউল :

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে সিউল সিটি হলের সংযোগস্থলের কাছে বড় ধরনের একটি গাড়ি দুর্ঘটনা ঘটে।

এক পুলিশ কর্মকর্তার বরাতে জানানো হয়, একটি গাড়ি ট্রাফিক সিগন্যালের অপেক্ষায় থাকা পথচারীদের ধাক্কা দেয়। গাড়িটি চালাচ্ছিলেন ৭০ বছর বয়সি এক চালক।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।