জেলা প্রতিনিধি, নওগাঁ (সাপাহার):
খাদ্যমন্রী ন্সাধন চন্দ্র মজুমদার বলেছেন ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে হলে সবার আগে দেশের কৃষি বিভাগর উন্নতি ঘটাতে হবে। একমাত্র কৃষি বিভাগই পারে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে। তাই প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের উদ্দেশ্যে বলেছেন বসত ভিটার আনাচে কানাচে এক ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে। বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন দেশ ভবিষ্যতে যাতে খাদ্য বহি:বিশ্বে রপ্তানি করা যায় সে লক্ষে কৃষি সমাজকে কাজ করে যেতে হবে। আর এজন্য সরকার কৃষকদের মাঝে অতি সহজে সার,বীজ পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে।
প্রয়োজনে বিভিন্ন ফসল চাষাবাদে ভুর্তুকী দিয়ে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি সরবরাহ এমনকি বিনা মূল্যে কৃষি প্রণোদনা দিয়ে চলেছে। তাই দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে কৃষির বিকল্প নেই।
রবিবার বেলা ১১টার দিকে সাপাহার উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিত কৃষদের লক্ষ করে প্রধান অতিথি হিসেবে তিনি কথাগুলি বলেন। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন এর সভাপতিত্তে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোসা: শাপলা খাতুন স্বাগত বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, ভাইস চেয়ারম্যান,নঈমুদ্দীন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান ফাইমা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মাসুদ রেজা সারোয়ার হোসেন প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন।
এর পর প্রধান অতিথি দুপুর ১২টার দিকে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল প্রদান করেন। বেলা ২টা ৩০মিনিটে উপজেলা হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং বিকেল সাড়ে ৩টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল খেলার শুভ উদ্বোধন ঘোভনা করেন।
আরও পড়ুন
নাসিরনগরে ৫০ জন সমাজভিত্তিক সংগঠনের সদস্যের মাঝে সাইলো বিতরণ
জয়পুরহাটে বিসিআইসি সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
খুলনায় নিমকো’র আয়োজনে গণমাধ্যমকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা