আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় হত্যাকাণ্ডের প্রতিবাদে ‘স্টুডেন্ট মুভমেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন’ দেশব্যাপী ‘শাটডাউন’ ঘোষণা করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
শাটডাউন চলাকালে দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
পরিস্থিতির উন্নতি হলে সে বিষয়ে জানানো হবে বলেন শরিফুল ইসলাম।
—-ইউএনবি

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট