November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 30th, 2024, 7:47 pm

কণ্ঠশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল মারা গেছেন

বরেণ্য সংগীতশিল্পী, প্রযোজক ও জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপক হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

গীতিকার আসিফ ইকবাল জানান, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত জুয়েল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ৫৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গীতিকার ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল জানান, বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে।

জুয়েলের সুরেলা কণ্ঠের বেশ কয়েকটি গান ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ২০১১ সালে ক্যানসারে আক্রান্ত হন তিনি।

ফুসফুসে ছড়িয়ে পড়ার আগে প্রাথমিকভাবে তার লিভারে এটি নির্ণয় করা হয়েছিল এবং তিনি দেশে-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গত ২৩ জুলাই তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করার পর ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

নব্বইয়ের দশকে জুয়েল তার সংগীত জীবন শুরু করেন এবং ১৯৯৩ সালে তার প্রথম অ্যালবাম ‘কুয়াশা প্রহর’ প্রকাশিত হয়।

—–ইউএনবি