বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্লাটফর্ম ‘টেন মিনিট স্কুল’ তাদের সব ধরনের অনলাইন ও অফলাইন ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাতে অফিসিয়াল ফেসবুক থেকে এই ঘোষণা দেওয়া হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, শনিবার থেকে টেন মিনিট স্কুলের ইংলিশ সেন্টারের সব লাইভ ক্লাস, রিভিশন ক্লাস ও অফলাইন ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
টেন মিনিট স্কুল ২০১৫ সালে যাত্রা শুরু করে। বিভিন্ন একাডেমিক, দক্ষতা উন্নয়ন এবং চাকরির প্রস্তুতি কোর্সের মাধ্যমে দেশের লক্ষাধিক শিক্ষার্থীকে পাঠদান করেছে প্রতিষ্ঠানটি।
—–ইউএনবি
আরও পড়ুন
দ্য টেলিগ্রাফ: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের মুখে শেখ হাসিনা
মাইলস্টোন কলেজে এইচএসসি পাসের হার ৯৯.৮৩ শতাংশ, উৎসর্গ করা হলো বিমান দুর্ঘটনায় হতাহতদের
দাবি না মানলে চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি এমপিওভুক্ত শিক্ষকদের