আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে রাজধানীর তেজকুনিপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা।
গোলাপের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবির এই কর্মকর্তা।
গোলাপ মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়াও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তিনি ।
—-ইউএনবি

আরও পড়ুন
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা
২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের