অবশেষে ব্যাংক হিসাবপ্রতি একদিনে নগদ টাকা উত্তোলনের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানান, এখন থেকে এক দিনের মধ্যে যেকোনো নগদ অর্থ উত্তোলন করতে পারবেন গ্রাহকরা।
রবিবার থেকে নগদ টাকা তোলার বিধিনিষেধ আর বলবৎ থাকবে না বলেও জানান তিনি।
গত ৫ আগস্ট ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে কেন্দ্রীয় ব্যাংক এই বিধিনিষেধ আরোপ করার এক মাস পর এই শিথিলতা আসে।
গত ৭ আগস্ট ব্যাংকগুলোর প্রতি নগদ অর্থ উত্তোলন এক লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। গত ১১ ও ১৮ আগস্ট বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ নগদ অর্থ উত্তোলনের সীমা বাড়িয়ে যথাক্রমে ২ লাখ ও ৩ লাখ টাকা নির্ধারণ করে। গত ১ সেপ্টেম্বর সীমা বাড়িয়ে দৈনিক পাঁচ লাখ টাকা করা হয়।
—–ইউএনবি
আরও পড়ুন
ফকিরাপুলে গরম পানির গলিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩
অর্থনৈতিক অগ্রগতি সন্তোষজনক : অর্থ উপদেষ্টা
আমানত ও ঋণের সুদের তথ্য দিতে হবে মাসের ১০ তারিখের মধ্যে