অনলাইন ডেস্ক :
‘বিগবস’-খ্যাত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর শোক কাটিয়ে শুটিংয়ে ফিরছেন তার প্রেমিকা অভিনেত্রী শেহনাজ গিল। চলতি মাসের শেষে তিনি শুটিংয়ে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ‘হৌসলা রাখ’ সিনেমায় দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে অভিনয় করবেন শেহনাজ। সিনেমার প্রচারণার শুটিংয়ে ফেরার কথা থাকলেও তিনি ফিরতে পারেননি। তবে, চলতি মাসের শেষে শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক। গত ২ সেপ্টেম্বর মারা যান সিদ্ধার্থ শুক্লা। এতে ভেঙে পড়েন শেহনাজ গিল। সিদ্ধার্থের শেষকৃত্যে মাটিতে লুটিয়ে কাঁদতে দেখা গিয়েছিল তাকে। সিদ্ধার্থের মা রীতা শুক্লাও চেয়েছিলেন শিগগির কাজে ফিরুক শেহনাজ।

আরও পড়ুন
ছবি প্রকাশ করে বিয়ের কথা স্বীকার করলেন জেফার ও রাফসান
আমি শান্তি চাই, আমাকে একটু বাঁচতে সাহায্য করুন: তাহসান
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি