নিজস্ব প্রতিবেদক
লেবানন থেকে দেশে ফিরেছেন ৫৪ জন প্রবাসী বাংলাদেশি। তাদের মধ্যে সাত শিশু রয়েছে। তাদের সরকারি খরচে দেশে আনা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৈরুত থেকে জেদ্দা হয়ে তারা দেশে ফিরেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি। তাদের পর্যায়ক্রমে দেশে ফেরানো হবে। দ্বিতীয় দফায় বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ৬৫ বাংলাদেশি দেশে ফিরবেন।
আরও পড়ুন
আওয়ামী লীগের এমপি শম্ভুর জমি ক্রোক, ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ
গঙ্গাচড়ায় ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা আগুনে পুড়িয়ে ধ্বংস
অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে অস্ট্রেলিয়া: আমীর খসরু