নিজস্ব প্রতিবেদক

ভিসা ছাড়া অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করা ৯৭ বাংলাদেশিকে ফেরত নিতে অনুরোধ জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুক।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে টনি ব্রুক ও তার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নতুন সরকার আসার পর এই প্রথম অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফরে এসেছেন। এর আগে অস্ট্রেলিয়ান কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন কি না জানি না। তাদের সঙ্গে আমাদের রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বেশি কথা হয়েছে। আমরা তাদের অনুরোধ করেছি কিছু রোহিঙ্গা নিয়ে যেতে। তারা ইতোমধ্যে বেশকিছু রোহিঙ্গা নিয়েছে। তাদের আমরা আবারও অনুরোধ করেছি যেন তারা আরও কিছু নিয়ে যায়।
জাহাঙ্গীর আলম বলেন, ৯৭ জন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ঢোকার চেষ্টা করছে। যাদের ভিসা ছিলো না। তারা অস্ট্রেলিয়ার পাশে দ্বীপের মতো একটা জায়গায় রয়েছে। তাদের খাবারদাবারে কোনো অসুবিধা হয় না। তারা এ জনগণকে বাংলাদেশে আসতে অনুরোধ করেছে। আমরাও বলেছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদের দেশে নিয়ে আসবো।
তিনি আরও বলেন, এছাড়া আমাদের কোস্টগার্ডের সঙ্গে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান ছিলো। দুই দেশের সঙ্গে যাতে আরও সহযোগিতাপূর্ণ সম্পর্ক হয় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত সাগরের সিকিউরিটি ইস্যুতে এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে দেশজুড়ে সরকারের ব্যাপক কর্মসূচি
উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি অংশ বেশি প্রভাবশালী: ইফতেখারুজ্জামান
ভোটকেন্দ্রে তিনজন অস্ত্রধারী আনসার সদস্যসহ ১৩ জন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা