অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বিরুদ্ধে মামলা করেছেন। ফ্লোরিডার আদালতে ট্রাম্পের পক্ষে মামলা দায়ের করেছেন তার আইনজীবী জন কোয়েইল। টুইটারের আইন অনুযায়ী ট্রাম্প তার অ্যাকাউন্ট আবার ফিরে পাবেন বলে জানিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকার সময় উসকানিমূলক পোস্টের জন্য তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার। মামলার আবদনে বলা হয়েছে, মার্কিন ফেডারেল আইন লঙ্ঘন করে ক্ষমতায় থাকা অবস্থায় ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার। চলতি বছরের ৬ই জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার জন্য ট্রাম্পের উসকানিমূলক বক্তব্যকে দায়ীর করা হয়। এর জেরেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিষিদ্ধ হয়ে আছেন ট্রাম্প। পরে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় মাধ্যম গড়ে তুলবেন বলে ঘোষণা দেন তিনি।
আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি
বিমানে ২০০ জনকে সীমান্তে আনলো ভারত, টার্গেট বাংলাদেশে ‘পুশইন’
নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা ইলন মাস্কের