December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 12th, 2024, 8:35 pm

চীনে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে ৩৫ জন নিহত

অনলাইন ডেস্ক

চীনে একটি স্টেডিয়ামের বাইরে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৩ জন। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর) ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় ঝুহাই শহরে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ৬২ বছর বয়সী এক ব্যক্তি গাড়ি চালিয়ে ঝুহাই স্পোর্টস সেন্টারে একটি নিয়মিত হাঁটার পথে উপস্থিত জনগণের ওপর হামলা করেন। এর পরপরই ফ্যান নামে সন্দেহভাজন ওই গাড়িচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ফ্যান নিজেও আত্মহত্যার চেষ্টা করে গুরুতর আহত হন এবং বর্তমানে কোমায় রয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহ করা হচ্ছে, বিয়েবিচ্ছেদের পর সম্পত্তিবিষয়ক হতাশা থেকে এই আক্রমণ চালিয়েছেন ফ্যান। তবে, কোমায় থাকার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

বর্তমানে ঝুহাই শহরে অনুষ্ঠিত হচ্ছে চীনের অন্যতম বৃহৎ নাগরিক ও সামরিক বিমান প্রদর্শনী ‘এয়ারশো চায়না’। এর মধ্যেই এমন মর্মান্তিক হামলার ঘটনা ঘটলো। যদিও এই হামলার সঙ্গে প্রদর্শনীটির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো পরিষ্কার নয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেডিয়ামের চারপাশে হাঁটার জন্য অনেক মানুষ উপস্থিত হয়েছিলেন। এমন সময় হঠাৎ গাড়িটি দ্রুতগতিতে তাদের ওপর চালিয়ে দেওয়া হয়। আহতদের মধ্যে বেশিরভাগই বয়স্ক মানুষ হলেও বেশ কিছু কিশোর-কিশোরী এবং শিশুও রয়েছে।

এ ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন এবং হামলাকারীকে কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন। ঘটনা তদন্তে একটি দল পাঠিয়েছে কেন্দ্রীয় সরকারও।

সূত্র: বিবিসি