December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 21st, 2024, 8:09 pm

নতুন জীবন পেল ৯ বছর আগের সিনেমা

নিজস্ব প্রতিবেদক:

অস্কারজয়ী তারকা উইল স্মিথ ও দুইবার অস্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত মারগোট রোবির দারুণ একটি সিনেমা ‘ফোকাস’। এটি ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটি তরুণ দর্শকের মধ্যে ভালোই সাড়া ফেলেছিল।

২০১৫ সালের ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া সিনেমাটি ৫০ মিলিয়ন ডলারে নির্মিত। আর বক্স অফিসে আয় করেছিল ১৫৮ মিলিয়ন ডলারেরও বেশি। এটিকে অবশ্য বিশেষ সাফল্য বলে মনে করে না সিনেমাটির কর্তৃপক্ষ। তারা মনে করছে নেটফ্লিক্স সিনেমাটিকে নতুন জীবন দিয়েছে।

গেল ১ নভেম্বর নেটফ্লিক্সের দর্শকদের জন্য উন্মুক্ত হয়েছে ‌‘ফোকাস’। সেখানে এটি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। ১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহে বিশ্বের সবচেয়ে দেখা সিনেমার মধ্যে ৫ম স্থানে রয়েছে এটি। টুডাম জানায়, এই সময়কালে সিনেমাটি ৫.৪ মিলিয়ন দর্শক পেয়েছে।

এ তালিকায় শীর্ষে রয়েছে ‘হট ফ্রস্টি’। দ্বিতীয় অবস্থানে আছে ‘মিট মি নেক্সট ক্রিসমাস’। ৩য় স্থানে রয়েছে ‘মিনিয়ন্স: দ্য রাইজ অফ গ্রু’ এবং চতুর্থ স্থানে ‘আলিটা: ব্যাটল অ্যাঞ্জেল’।

ধারণা করা হচ্ছে ‘ফোকাস’ আগামী সপ্তাহগুলোতে আরও সাফল্য পাবে। এই অ্যাকশন, রোমান্টিক কমেডি সিনেমাটিতে উইল স্মিথের সঙ্গে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন মারগোট রোবি। সেখানে দেখানো হয়- এক প্রতারক পুরুষের গল্প যে কি না এক আকর্ষণীয় নারীকে প্রতারণার কলাকৌশল শেখানোর জন্য সঙ্গে নেয়। শেষ পর্যন্ত সে নারীটির প্রেমে পড়ে যায়। এরপর বেশ মজাদার সংলাপ ও অ্যাকশনে এগিয়ে চলে গল্পটি।