খেলা ডেস্ক:
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ভক্ত-সমর্থকদের ব্যতিক্রমী স্বাদ উপভোগ করাতে বিসিবির প্রযোজনায় এবার ভিন্নধর্মী সাজে দেখা দিলেন জ্যোতি। বৃহস্পতিবার বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। তার আগে আজ সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে।
চা-বাগান বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ধারণ করে এবার চা-বাগানে গিয়ে ট্রফি উন্মোচন করেছেন বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দলের অধিনায়ক জ্যোতি ও গ্যাবি লেউইস। এই কৌশলে ট্রফি উন্মোচনের ঘটনা অবশ্য এবারই নতুন নয়। এর আগে এভাবেই ট্রফি উন্মোচন করতে দেখা গেছে বাংলাদেশ পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও।
সিলেটে সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘অবশ্যই এটা (চা বাগানে ট্রফি উন্মোচন) বিশেষ। এর আগে ছেলেদের ক্রিকেটে চা-বাগানের ভেতর করা হয়েছে ফটোসেশন। তবে বিশেষ পোশাক পরে ঐতিহ্যগতভাবে এমন… কল্পনার বাইরে আমার কাছে। খুব ভালো উদ্যোগ। এটা হয়তো ভিন্নভাবে মেয়েদের ক্রিকেটকে আরও বেশি তুলে ধরবে।’
বাংলাদেশ অধিনায়ক জানালেন জয়ের লক্ষ্যের কথায়, ‘অবশ্যই সিরিজ জেতার তো চিন্তা থাকবেই। এখন আমরা অন্যরকম এক ছন্দে আছি। এই মোমেন্টাম ধরে রাখতে পারলে দলের জন্য ভালো হবে।’
জ্যোতি অবশ্য বেশি আত্মবিশ্বাসী হচ্ছেন না, ‘আমি অনেক বেশি ইতিবাচক। আত্মবিশ্বাসী আছি, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। কারণ আমাদের এমন একটা দল যে, যারা সম্মিলিত পারফর্ম করলে ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যায়। নেমেই জিতে যাব, তা কিন্তু নয়। ভালো ক্রিকেট খেলতে হবে।’
ম্যাচের আগের দিন আজ ব্যতিক্রমী ট্রফি উন্মোচনের ব্যবস্থাও রেখেছিল বিসিবি। গ্যাবি ও জ্যোতি দুজনই আদর্শ চা-শ্রমিকের বেশে নিজেদের সাজিয়েছেন। বাঙালি পোশাক পরিধান করেছেন আইরিশ অধিনায়ক।
বিসিবির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত ট্রফি উন্মোচনের ট্রফিতে দেখা গেছে, দুজনের মাথায় গামছা। পিঠে সংগ্রহ করা চা-পাতা রাখার ঝুড়ি। বাগানের মাঝখানে কোনো এক জায়গায় দুই অধিনায়ক উঁচু করে ধরে রেখেছেন ট্রফি।
আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে ৭ ও ৯ ডিসেম্বর। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীদের ধবলধোলাই করেছে বাংলাদেশ।
আরও পড়ুন
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
শীতে শিশুদের সুস্থ রাখবে যেসব খাবার
দীর্ঘদিন পর ফেরা তারকারা