‘আব্দুর রহমান মিন্টু, রংপুর :
পুর্বাহ্নে হাইওয়ে পুিলশ রংপুর রিজিয়ন, রংপুরের সভাকক্ষে পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম সভাপতিত্বে রংপুর জেলা ও মহানগরের রাজনৈতিক নেতৃবন্দের সাথে বৃহস্পতিবার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সহকারী পুলিশ সুপার, রংপুর হাইওয়ে সার্কেল সহ জাতীয়তাবাদী দল রংপুর শাখার আহ্বায়ক মোঃ সামসুজ্জামান সামু, সাংগঠনিক সম্পাদক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি ড. মোঃ রোকনুজ্জামান, জামায়েতী-ইসলামী বাংলাদেশ রংপুর শাখার সেক্রেটারী মোঃ এনামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর শাখার সভাপতি আঃ রহমান কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশ রংপুর শাখার পক্ষে মাওঃ যুবায়ের, খেলাফত-মজলিস রংপুর শাখার সভাপতি ক্বারী আতাউল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছেলেন।
রাজনৈতিক নেতৃবৃন্দ মহাসড়কে থ্রী-হুইলার বন্ধ, ড্রাইভিং লাইসেন্স বিহীন, রেজিস্ট্রেশন বিহীন ও হেলমট বিহীন মোটর সাইকলে চলাচল বন্ধ এবং হিজরাদের উৎপাত বন্ধ করার জন্য মহাসড়কে পুলিশকে আরো তৎপর হওয়ার জোর দাবী জানান। নবাগত পুিলশি সুপার তাঁদের বক্তব্য শুনেন এবং উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করনে। সেই সাথে এসপি শীতরে সময় সর্তকতার সাথে যানবাহন চলাচলরে পরার্মশ প্রদান করনে। কারণ কুয়াশার সময় সড়ক র্দূঘটনা বাড়ে যায়।
আরও পড়ুন
ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে ইসলামী ব্যাংক–ইবনে সিনার কাউকে নিয়োগ নয়: বিএনপির প্রস্তাব ইসিকে
শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা হবে ১৩ নভেম্বর
আইএলও কনভেনশনে স্বাক্ষর, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ: প্রধান উপদেষ্টা