Tuesday, September 28th, 2021, 8:19 pm

সুইডেনে ভবনে বিস্ফোরণ, আহত ২৫

অনলাইন ডেস্ক :

সুইডেনের গোথেনবার্গে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দেশটির রেডিও এসআর-এর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য। ভবনটিতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন সুইডেনের জরুরি বিভাগের কর্মীরা। বিস্ফোরণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। এদিকে, দেশটির পুলিশ প্রাথমিকভাবে ঘটনার কারণ নিশ্চিত করতে পারেনি। তবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তারা।