অনলাইন ডেস্ক :
জালিয়াতির অভিযোগে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ধামাকা শপিং’-এর চিফ অপারেটিং অফিসারসহ আরও দুই ব্যক্তিকে।
র্যাব সদর দপ্তরের এএসপি (মিডিয়া) ইমরান খান বুধবার ইউএনবিকে বলেন র্যাবের সদস্যরা মঙ্গলবার রাতে রাজধানী থেকে ধামাকার সিওও সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
এর আগে, একজন গ্রাহকের অভিযোগে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় এই ই-কমার্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে একটি মামলা করা হয়েছিল।

আরও পড়ুন
যেকোনো মূল্যে গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি ট্রাম্পের
স্বেচ্ছাসেবক দলের মোসাব্বির হত্যা: প্রধান শুটারসহ গ্রেপ্তার ৩
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা, পছন্দের মার্কা ফুটবল