কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার বিপ্লব ‘জাগরণ’তৈরির লক্ষ্যে ৩য় বারের মত মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া এ ম্যারাথনে অংশ নেয়া ১ হাজার জন প্রতিযোগী উপজেলার চরকাঁকড়ার নতুন বাজার এলাকা থেকে দৌড় শুরু করে ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে দৌড় শেষ করে।
আমেরিকা প্রবাসী আবদুর রহিম সোহাগের পৃষ্ঠপোষকতায় স্বেচ্ছাসেবী সংগঠন জীবন আলোর সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মিনি ম্যারাথনে নির্দিষ্ট সময়ের মধ্যে দৌড় শেষ করা ১ম থেকে ১০ম হওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ আরিফুল ইসলাম ,দ্বিতীয় হন মো.মাইন উদ্দিন এবং তৃতীয় স্থান অর্জন করেন ওসমান গনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম,ডেপুর্টি এটর্নী জেনেরাল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ,উপজেলা মৎস কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার ,ডাক্তার শাহাদাত হোসেন সাগর ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.মাঈন উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন,বিএনপি নেতা কামাল উদ্দিন প্রমূখ।
আরও পড়ুন
সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবস পালন
ব্রাজিল দূতাবাসের সাথে রংপুর চেম্বার নেতৃবৃন্দের মত বিনিময় সভা
বেরোবিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত